চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষে নারীসহ ৬ জন জখম, আটক ৩

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:১২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলের এ সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত হন।

ঘটনার পর বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদপাড়া এলাকার ফিরোজ (২৫), সোহান (৩৪) ও মানিক (২৯) নামের তিনজনকে পুলিশ আটক করে।

আহতরা হলেন—মসজিদপাড়ার মৃত সালাউদ্দীনের স্ত্রী শিল্পী খাতুন (৪০) ও তার ছেলে নোমান (২০), একই এলাকার টিটনের স্ত্রী মিনু খাতুন (৪০) ও তার ছেলে পুলক (২২), বাগানপাড়ার মানিক (৩২) এবং মসজিদপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ফিরোজ। তাদের মধ্যে নোমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, মসজিদপাড়ার টিটনের ছেলে সিয়াম এবং আব্দুল কুদ্দুসের ছেলে শিপলু নিয়মিত মাদক সেবন করে। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিরোধের একপর্যায়ে সিয়াম শিপলুকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এ ঘটনাকে কেন্দ্র করেই গত বৃহস্পতিবার সকালে শিপলুর মা সিয়ামের বাড়িতে গিয়ে এ নিয়ে অভিযোগ করেন। যা থেকে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিকেলের দিকে উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় চারজনকে কুপিয়ে এবং দুজনকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন আক্তার বলেন, নোমানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। মানিক ও ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্যদের শরীরেও ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে, তাদের ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, মাদক সেবন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আহত ফিরোজ, সোহান ও মানিক নামে ৩ জনকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।