রংপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, সংক্ষিপ্ত আলোচনা এবং বর্ণাঢ্য র‌্যালিতে রংপুরে উদযাপিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দিবসটি উপলক্ষ্যে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প উদ্ধোধন করা হয়।

এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রংপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, প্রফেসর ডা. আব্দুর রউফ-সহ সমিতির অন্যান্য অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এদিকে সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তিন শতাধিক ডায়াবেটিস রোগীর বিনামূল্যে পরীক্ষা করা হয়।