সিরাজগঞ্জে বাসচাপায় কারখানা শ্রমিক নিহত

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দ্রুতগামী বাসচাপায় কারখানা শ্রমিক রাজু মন্ডল (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরে স্থানীয় তাঁরকাটা কারখানার ওই শ্রমিক উল্লেখিত স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী জেনিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজু মন্ডল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।