বাংলাদেশের রাজনীতিতে নাশকতাকারীদের ঠাঁই হবে না: আযম খান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ২১:০০ | অনলাইন সংস্করণ
সখীপুর (টাংগাইল) প্রতিনিধি

বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের মনোনীত প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, যারা নাশকতা করবে বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাঁই হবে না।
তিনি বলেন, লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরির পাঁয়তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না। এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি দেখতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার এবং গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায়।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত অটো চালককে আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে আযম খান এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি'র সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
আহমেদ আযম খান আরও বলেন, নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে অনিশ্চয়তা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর সে অনিশ্চয়তা কেটে গেছে। তার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে। পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে এবং সমস্ত প্রশাসনগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগ-জাপা এবং ১৪ দল নির্বাচনে না এলে কাদের সিদ্দিকী নির্বাচনে আসবেন না, এ বিষয়ে আযম খান বলেন, নির্বাচন সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত আছে, এখন কোনো ব্যক্তি বা এক ব্যক্তির একদল এরকম দল যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে। আমি মনে করি নির্বাচনে যে সকল রাজনৈতিক দল আসবে সেই সকল রাজনৈতিক দল নিয়েই আমরা নির্বাচনে যাব। জনগণ ভোট দিবে, জনগণের ভোটের মধ্য দিয়েই জয়-পরাজয় নির্ধারিত হবে।
