চুয়াডাঙ্গায় ‘দৈনিক ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সফলতার ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শিমুল রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রাজিব হাসান কচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ। নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জামান আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি আজাদ হোসেন, জিটিভি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দৈনিক নয়া দিগন্তর প্রতিনিধি হুসাইন মালিক, মোহনা টিভির প্রতিনিধি সাইফ জাহান, দেশ টিভির প্রতিনিধি খায়রুজ্জামান সেতু, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বীন সানভি, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আব্দুল্লাহ হক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে সামনে এগিয়ে যাবে এবং আগামীর জন্য দৈনিক ভোরের চেতনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।