যমুনা নদীতে বালু উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২০:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শামীম (২৮) নামে একজনকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শামীম পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাটে ড্রেজার ও কাটার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে শামীমকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, সেনাবাহিনীর সদস্য, পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
