সিরাজগঞ্জে যুবলীগ নেতা হিরক গ্রেপ্তার

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা হিরককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দ্বারিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হিরক দ্বারিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এম এ মুহিতের বাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় ওই যুবলীগ নেতা এজাহারভুক্ত আসামি বলে উল্লেখ করেন ওসি।