মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, ২ রিকশাচালক আহত

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাতে প্রায় একই সময় দুই জায়গায় তিনটি বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সাগর ও নবীন নামে দুই রিকশাচালক আহত হন।

সদর থানার একাধিক পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১০টার দিকে অদম্য ’৭১ শহীদ স্মৃতিস্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ শোনা যায়। এরপর প্রায় সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের পাশে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। মাত্র ২০ মিনিটের ব্যবধানে সংঘটিত এসব বিস্ফোরণে পথচারীদের মাঝে ব্যাপক ভীতি তৈরি হয়।

আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে— তারই অংশ হিসেবে মানিকগঞ্জেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে স্থানীয়রা।