কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী, সুব্রত প্রমুখ।

অনুষ্ঠিত কর্মশালায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমাদের ইউনিয়নটি নদী বেষ্টিত, এবং দুর্যোগপূর্ণ। এখানে দুর্যোগ নিয়ে কাজ করছে ব্র্যাক। আমরা চাই তাদের এ কাজটি অব্যাহত থাকুক।