ডেঙ্গু মোকাবিলায় ঈশ্বরগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভা ডেঙ্গু প্রতিরোধকল্পে এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান শুরু করেছে। মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এই পরিচ্ছন্নতা অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।

অভিযানের উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “ডেঙ্গু একটি জনস্বাস্থ্য-সংকট। কেবল পৌর কর্তৃপক্ষের একার পক্ষে এটি মোকাবিলা করা সম্ভব নয়। প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশেপাশে জমে থাকা জল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। আপনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।”

পৌর প্রশাসক সালাহউদ্দিন বিশ্বাস জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভা বদ্ধপরিকর এবং এই কার্যক্রম কঠোর নজরদারির মধ্য দিয়ে পরিচালিত হবে।

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক এবং পৌরসভার কর্মীরা অংশ নেন। তারা হাতে-হাত রেখে ড্রেন ও ময়লার স্তূপ পরিষ্কার করেন এবং নাগরিকদের সচেতন করেন।

ঈশ্বরগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সমন্বিত উদ্যোগের ফলে পৌর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ রোধ করা সম্ভব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে।