ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় নসিমনের ধাক্কায় ৮ম শ্রেণীর এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম।
নিহত স্কুলশিক্ষার্থী রাকেশ (১৪) গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামের মৃত নিরঞ্জনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটি হলে ওই শিক্ষার্থী বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন ধাক্কা দিলে, রাকেশ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা প্রথমে গড়েয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থী রাকেশ খুবই মেধাবী ছাত্র ছিলেন। তার বাবা আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে রাকেশ লেখাপড়া করতো। বিষয়টি খুবই মর্মান্তিক বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম বলেন, নছিমনের ধাক্কায় গড়েয়া এস সি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
