নকলায় ওষুধের দোকানে জরিমানা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক এলাকা ও গৌড়দ্বার বাজারের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার শেষ বিকেলের দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুত রাখার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এর বিভিন্ন ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করার পাশাপাশি বিক্রয় নিষিদ্ধ (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক, পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আদালতের নির্বাহী বিচারক সাদিয়া আফরিন এ্যানি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
