চুয়াডাঙ্গায় সবজির বাজার ঊর্ধ্বমুখী, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৯ | অনলাইন সংস্করণ

  শরীফ উদ্দীন, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সবজির বাজার ঊর্ধ্বমুখী। আর এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা। পাইকারি ও খুচরা বাজার হিসেবে পরিচিত বদরগঞ্জ এবং সরোজগজ্ঞ বাজারে সবজির দাম বেড়েই চলেছে। 

বুধবার (১৯ নভেম্বর) সদর উপজেলার নয়মাইল, কুতুবপুর, হিজোলগাড়ী সবজি বাজার সরজমিনে ঘুরে দেখা যায়- প্রায় সবরকম সবজি ৭০/৮০ টাকার ওপরে। আড়তদার এবং বিক্রেতা দু’পক্ষই বলছেন, টানা বৃষ্টি এবং কৃষকগণ অন্য ফসল বিশেষ করে ধান এবং ভুট্টা চাষ করার কারণে গত দুই সপ্তাহে সরবরাহ কমে গেছে। এতে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

বর্তমানে বাজারে বেগুনের কেজি ৮০/১০০ টাকা, করলা ১০০-১২০ টাকা, টমেটো ১৪০-১৩০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, সিম ১০০-১১০ টাকা, কাঁচা মরিচ ১০০-১১০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পাতাকপি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকায়, পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, ভারী বৃষ্টির কারণে মাঠে সবজি গাছ মরে গেছে এবং সবজি চাষ কমে গেছে, ফলে সবজি বাজারে কম আসছে। পাশাপাশি গ্রাম থেকে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় দাম বাড়ছে।

বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৬০-১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা আর ডিমের হালি ৫০-৫২ টাকা। মাছের মধ্যে তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা, পাঙাশ ১৮০-১৯০ টাকা, রুই ২২০-২৫০ টাকা, কাতল মাছ ২৫০-২৭০০ টাকায় বেচাকেনা হচ্ছে।

অন্যদিকে ক্রেতাদের দাবি, বাজারে এখন কোনো কিছুরই দাম স্থিতিশীল নেই। সাধারণ মানুষের আয় বাড়েনি। ক্রেতারা এখন নিত্যদিনের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে।