মানিকগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ

  দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ

নিম্নমানের নির্মাণ সামগ্রী ও পৌরসভার নির্দেশনা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে রাস্তার স্থায়িত্ব, নিরাপত্তা ও সরকারি টাকার অপচয়ের শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, ঢাকা–আরিচা হাইওয়ে থেকে জয়রা কবিরের বাড়ি পর্যন্ত নিজাম উদ্দিন সড়কে ইউনিব্লক রাস্তা নির্মাণের কাজ চলছে। ৪৭৫ মিটার দীর্ঘ এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ লাখ ২১ হাজার ২৫৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে এম এ ইঞ্জিনিয়ারিং–শামস জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে বুধবার সকাল ৭টার দিকে দেখা যায়— শ্রমিকরা কার্ভ স্টোন বসানোর কাজ করছে। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তি এবং পৌরসভারও তদারকি কর্মকর্তা পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, দিনে রাতে কাজ চলমান সময়ে যেকোনো সময়েই শুধু শ্রমিক দেখা গেলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না।

এর আগে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশে ডব্লিউবিএমের জন্য আনা নিম্নমানের খোয়া তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। খোয়া অপসারণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ— ঠিকাদারি প্রতিষ্ঠান পৌরসভার নির্দেশ অমান্য করেছে। খোয়া অপসারণ না করেই নতুন মাল ফেলে কাজ চালিয়ে যাচ্ছে তারা।

স্থানীয় মো. বাবুল হোসেন বলেন, “আগের নিম্নমানের খোয়া সরানোর কথা থাকলেও তারা তা-না করে তার ওপরই নতুন মাল ফেলে কাজ করছে।”

জাহাঙ্গীর আলম বলেন, “গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দীর্ঘদিনেও শেষ হচ্ছে না। পোড়ামাটির মতো নিম্নমানের খোয়া এখনই মাটির সাথে মিশে যাচ্ছে। এর ওপর ব্লক ফেললে রাস্তা দীর্ঘস্থায়ী হবে না।”

আনিসুর রহমান আনাস জানান, “প্রথম থেকেই নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীর পক্ষ থেকে পৌরসভার ইঞ্জিনিয়ারকে জানালেও কোনো সমাধান পাইনি।”

কাজের দায়িত্বে থাকা আল আমিন বলেন, “আগে কিছু সমস্যা থাকলেও এখন ভালোভাবে কাজ করা হচ্ছে।”

নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, “তাদের সাথে পেরে উঠছি না। তারা ইচ্ছে মতো কাজ করছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।”