ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ আটক ১
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৮:৪১ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মো. আব্দুস সালাম বাদল (৩৭) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সীমান্ত মেইন পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাকে চার পিস ইয়াবা ও একটি মটরসাইকেলসহ আটক করে বিজিবির একটি টহল দল।
আটককৃত বাদল জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।
শুক্রবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে দায়িত্বপালন মেইন পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় ডাবরী সীমান্তের মশালডাঙ্গী নামক স্থানে অভিযান পরিচালনাকালে চার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মটরসাইকেলসহ বাদলকে আটক করা হয়।
আটককৃত বাদলকে জব্দকৃত মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
