
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং নোয়াখালী-১ আসনের বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জামায়াতকে উদ্দেশে বলেন, ২০১৮ সালে ধানের শীষ মার্কা নিয়ে আপনারা নির্বাচন করেছেন, এখন সে মার্কার বিরোধিতা করেন।
শুক্রবার (২১ নভেম্বর) নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার চাষীর হাট ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, আমিও কোনো অন্যায়র সাথে আপোষ করব না। গত বিশ বছর আপনাদের সাথে থেকে আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি পরীক্ষিত একজন বিএনপির কর্মী। আগামীতে আপনাদের আরও সম্মানিত করব ইনশাআল্লাহ।
তিনি স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লার উদ্দেশ্যে বলেন, আপনি জামায়াতের চেয়ারম্যান নন। বিএনপির সমর্থন এবং আমি আপনাকে সহযোগিতা করেছি, সেজন্য আপনি চেয়ারম্যান হয়েছেন। এখন আপনি এমপি নির্বাচনে আমার পক্ষে ভোট করুন, না হয় নিরপেক্ষ থাকুন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই মাস্টারের সভাপতিত্বে ও আবদুল করিমের পরিচালনা কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, কুতুবউদ্দিন সানি, রেজাই রাব্বি মাহবুব, যুবদলের সভাপতি জসিম উদ্দিন-সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আগামী নির্বাচনে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।