সিরাজগঞ্জে ট্রাকচাপায় পশু চিকিৎসক নিহত

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে ট্রাকচাপায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

তিনি ওই উপজেলার রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে ওই পশুচিকিৎসক মোটরসাইকেলযোগে ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে এবং পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

কোনো অভিযোগ না থাকায় তার লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।