দিনাজপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব মেলার উদ্বোধন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোক ভবন চত্বরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান।
সম্মানিত অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. নাজমুল হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা।
দুই দিনব্যাপী এ মেলায় নারী উদ্যোক্তাদের তেইশটি স্টল স্থান পেয়েছে। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
