পাবনায় ছুরিকাঘাতে যুবক হত্যা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুরে ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জীবন শেখ (২২) রাজাপুর গ্রামের সুজন শেখের ছেলে।
ঘটনার পর উত্তেজিত জনতা প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে ক্যারম বোর্ড খেলা নিয়ে জীবন গ্রুপ এবং সুইট গ্রুপের বিরোধ হয়। ঐ ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিরোধ তাৎক্ষণিক মিটে যায়। পরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত থাকা ধারাল চাকু দিয়ে জীবনের গলায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জীবনের মৃত্যু হয়।
এ ব্যাপারে পাবনা থানার ওসি আব্দুস সালাম বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
