ছাত্রদল সন্ত্রাস বন্ধ না করলে লালকার্ড দেখাবে শিক্ষার্থীরা: শিবির সেক্রেটারি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০:৪৬ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রদল আবারও পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। তিনি সতর্ক করে বলেন, ছাত্রদল যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে কলেজের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে কেউ পার পেয়ে যাবে—এ ধারণা ভুল। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু তাদের যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে ছাত্র সমাজ সেই অনুযায়ী জবাব দেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি মামুন আল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম, চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
রেজিস্ট্রেশনের মাধ্যমে কলেজের অনার্স প্রথম বর্ষ ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পবিত্র আল-কোরআন, ইসলামী বই ও বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
