রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২১:৫৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ আনুষ্ঠানিকভাবে ৩শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ৬’শ উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি, আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকা গঠনে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. শামীম আক্তার, কৃষি অফিসার মো. মমিনুল ইসলাম, ওসি কেএম মাসুদ রানা, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।