চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন— সেলিম উদ্দিন (২০) ও তানজিল আহমেদ (২১)। নিহত সেলিম দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে ও তানজিল ওই গ্রামের তারিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে দুই বন্ধু সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ মোটরসাইকেলযোগে উপজেলার সুবলপুর গ্রামের আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেলিম উদ্দিন নিহত হন। তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তানজিল আহমেদের মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
