কিশোরগঞ্জে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৫:২৩ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

বাউল শিল্পী আবুল হোসেনের মুক্তি এবং দেশব্যাপী মাজার, মসজিদ ও সুফি সাধকদের ওপর হামলা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে কিশোরগঞ্জ বাউল সাধক ও শিল্পী সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় উগ্রবাদী সংগঠন এবং তৌহিদী জনতার নামে বার বার নিরীহ বাউল সাধক ও শিল্পীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। তাদেরই ইঙ্গিতে বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে।
বক্তারা অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং হামলা-নির্যাতন বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বাউল সমিতির সভাপতি হারিছ মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন মধু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রনজিত সরকার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, জেলা বাপার সভাপতি এডভোকেট হামিদা বেগম, জেলা মহিলা পরিষদ নেত্রী কামরুন্নাহার, তরফিয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীন সৈয়দ ইয়াছিন, জেলা যুবদলের সহ সভাপতি রকিবুল হাসান ফয়সাল, জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া খোকন প্রমুখ।
এসময় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দেন তারা।
মানববন্ধনে বাউল সাধক ও শিল্পী, বিভিন্ন মাজার শরীফের পীর, ভক্ত, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
