ঐতিহ্যবাহী হাটের অবৈধ দখলমুক্তে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গা হাটের অবৈধ দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে এবং অবৈধ দখলমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত হাটের জায়গায় অবৈধ দখল চলে আসছে দীর্ঘদিন ধরে। এতে হাটের আয়তন ক্রমশ কমে গিয়ে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ অবৈধ দখলদার বিষয়ে প্রতিবাদ করতে কেউ সাহস পায়নি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে তাকে নানা রকম হুমকি–দমকি দেওয়া হতো।
অবশেষে এ ঘটনায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। আরএস রেকর্ড অনুযায়ী এ হাটের পেরিফেরির জায়গা ৯ দশমিক ৮৯ শতাংশ হলেও তা কমে ৫ দশমিক ৬৯ শতাংশে নেমে এসেছে। জেলা প্রশাসনের তদন্ত সাপেক্ষে ১৫১ জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে।
পেরিফেরির ১ একর ৬৪ শতাংশ জায়গা নিয়ে ১৮টি মামলা রয়েছে। এসব মামলা চলমান রয়েছে এবং মামলা ছাড়া জমি দখলমুক্ত করা হবে।
এ বিষয়ে উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
