বড়লেখায় প্রায় ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২০:৪২ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র্যাব।
সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
