কুড়িগ্রামে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২০:৫০ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা ২৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদুল হকের পরিচালনায় এ ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাই ভাই ট্রেডিং এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মহসিন আলী শেখ, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ তৌহিদ বারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবলু মিয়া, সাবেক অর্থ সম্পাদক মোঃ ছকমল হোসেন।
ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম এবং সিনিয়র সদস্য মোঃ দুলাল মিয়া।
ত্রি-বার্ষিক নির্বাচনী সাধারণ সভায় বিশেষ অতিথি আঞ্চলিক শ্রম দপ্তর রংপুর সংগঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব ও নির্বাচন কমিশনার হিসেবে মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের নাম ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি সকলের সামনে উপস্থাপন করেন এবং উপস্থিত সাধারণ সভায় সাধারণ শ্রমিকরা কণ্ঠ ভোটে তা পাশ করে।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে শ্রমিকরা পবিত্র ঈদ-উল-ফিতরের পরের মাসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কণ্ঠ ভোটে সিদ্ধান্ত গ্রহণ করেন।
