‘এমন কোনো প্রতিশ্রতি দেব না যেগুলো পালন করা সম্ভব না’

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২২:০১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা এমন কোনো প্রতিশ্রতি দেব না যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না, যেটা আমরা কথা রাখতে পারব না। যেমন কেউ কেউ বলছেন অমক মার্কায় ভোট দিলে জান্নাতে চলে যাবেন, বেহেশতে চলে যাবেন। আমরা এটা বলব না, কারণ আমরা এটা দিতে পারব না। যে জিনিস নিজস্ব আমলনামা অনুযায়ী আপনি নিজেই পাবেন, সেই জিনিস অন্য কারও কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই। আমরা সম্ভাবনার কথা বলি এবং সেই সম্ভাবনা অনুযায়ী প্রতিশ্রুতি দিই।’

মঙ্গলবার বিকালে উথলী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেন, আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি। যদি আমরা দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে চাই, তাহলে নারী-পুরুষ সবাইকে কাজ করতে হবে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। তাদেরকে যদি উন্নয়নের যে সড়কে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। বাংলাদেশের নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। কিন্তু যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছেন, তারা নারীদের পিছিয়ে রাখার পায়তারা করছেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই কার্ডের অধিকারী হবেন গৃহকর্ত্রী। একটি কার্ডের অধীনে ৪ জন নাগরিক রাষ্ট্রীয় সুবিধাগুলো পাবেন। যিনি এটার প্রাপ্য, তিনিই পাবেন; যার এটার প্রয়োজন নেই, তিনি পাবেন না।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্য সচিব আরমান আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক পথসভায় বক্তব্য রাখেন মাহমুদ হাসান খান বাবু। উথলী বাসস্ট্যান্ডে পথসভা শেষে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি কর্মী শাহাদৎ হোসেন বাবুর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।