পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় প্রাণী সপ্তাহের উদ্বোধন ও প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ অফিস চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ এবং পীরগঞ্জ প্রেসক্লাব নব-নির্বাচিত সভাপতি এ.টি.এম. মাজহারুল আলম মিলন প্রমুখ।

পরে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেয়া উপজেলার বিভিন্ন খামারি ও সেবাসমূহের স্টল প্রদর্শন করেন। পরে সেরা স্টলগুলোর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এর আগে, প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।