সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৯:১২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের চাকসা মোড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র শিমুল পারভেজ (১৫) নিহত হয়েছেন।
শিমুল একই এলাকার ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার দুপুরে শিমুলসহ দুই শিক্ষার্থী মোটরসাইকেলযোগে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করেছে।
তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। চালক সবুজ আলীকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
