বোয়ালখালীতে প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২১:৩৪ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেস্কটপ কম্পিউটার এবং ভ্যাকসিনের নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে দপ্তরটির কর্মরতরা কার্যালয়ে এসে এ ঘটনা জানতে পারেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকেও হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে এসে চুরির ঘটনা জানতে পারি। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, চোরেরা কার্যালয়ের পাশের একটি ছোট কলাপসিবল গেটের হোলপাস কেটে প্রবেশ করেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার তালার হুক কেটে একটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীদের কক্ষের দরজার হুক কেটে একটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর নিয়ে গেছে। এছাড়া ড্রয়ারে সংরক্ষিত ভ্যাকসিন বিক্রির নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। চোরেরা অফিসের সমস্ত নথিপত্র এলোমেলো করে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।