রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

অবশেষে পরিকল্পিত নগরায়ণসহ পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করেছে সরকার।
বুধবার রাতে এই গেজেট প্রকাশ করা হয়। এ সরকারি গেজেটের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ ২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় সংস্থাটি গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত গেজেটে রংপুর ও এর সন্নিহিত এলাকার সমন্বয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার স্বার্থে ওই অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ণ রোধ করা, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ বলে প্রকাশ করা হয়।
রংপুর জেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি ফখরুল আনাম বেঞ্জু বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশ হয়েছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত একটি নগরীর অপেক্ষায় রয়েছেন রংপুরবাসী।
তিনি আরও বলেন, বর্তমান রংপুর একটি অপরিকল্পিত নগরায়নের নগরীতে পরিণত হয়েছে। চারপাশে যেভাবে বহুতল ভবন গড়ে উঠছে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে। নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অন্যান্য রাস্তাঘাট, ফুটপাত সবই এখন দখলে। তাই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটা পরিচ্ছন্ন, পরিকল্পিত সবুজ নির্মল গোছানো নগরী হবে রংপুর সেই প্রত্যাশায় আছি আমরা সকলে।
