টঙ্গী জোড় ইজতেমায় ঘুমন্ত অবস্থায় মুসল্লির মৃত্যু
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় অংশ নিতে এসে এক মুসল্লি ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
ইন্তেকালকারী মুসল্লির নাম মো. নুর আলম, বয়স ৮০ বছর। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর কাজীর তালুক এলাকার সুলতান আহমদের ছেলে। জোড় ইজতেমায় যোগ দিয়ে তিনি নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
জুমার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
