বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালীতে পুকুরে ডুবে সৈয়দ আবু উবাইদা আরাফ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আব্বাস আলির বাড়িতে এ ঘটনা ঘটে।

সৈয়দ আবু উবাইদা আরাফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ ওহিদুল আলমের কনিষ্ঠ ছেলে।

আরাফের চাচা, সহকারী শিক্ষক এসএম সাজ্জাদ হোসেন বলেন, তিন ভাইয়ের মধ্যে আরাফ সবার ছোট। দুপুরে সবার অগোচরে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাফিদুল ইসলাম বলেন, শিশু আরাফকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।