শ্রীনগরে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকদের ওপর হামলা, আহত ২

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার ২ কর্মী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়াহাটা গ্রামের বায়তুল আমান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় মমিনুল ইসলাম ফাহিম (২০) ও আব্দুর রহিমকে (৪৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থক দলীয় কর্মী।

এ হামলার ঘটনার জন্য এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সমর্থকদের দায়ী করা হচ্ছে।

বিএনপি নেতা সপুর সমর্থকরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে দেউলভোগ দয়াহাটা গ্রামে একটি নামাজে জানাযায় অংশ নিতে দলীয় সমর্থক-কর্মীদের নিয়ে বায়তুল আমান জামে মসজিদে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির নেতা সরফত আলী সপু। মসজিদের সামনে যেতেই বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থক যুবদলের বহিস্কৃত নেতা তরিকুল ইসলামের নেতৃত্বে একদল লোক মোটরসাইকেল যোগে সেখানে পৌঁছে অতর্কিতে হামলা করলে অন্তত ২ জন আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা আক্তার জানান, মারামারিতে আহত অবস্থায় দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মাথায় আঘাত রয়েছে। তবে ক্ষত না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে সাংবাদিকরা বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে মোবাইল ফোনে কল করলে তিনি বলেন, করা হামলার বিষয়ে তার জানা নেই। তবে বিএনপি দলীয় ওই প্রার্থীর অনুসারী শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, সন্ধ্যায় সপু ভাইয়ের গাড়ির সঙ্গে যুবদলের তরিকুলের মোটরসাইকেল আটকে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে তরিকুলকে মারধরের ঘটনা ঘটেছে।