ঈশ্বরগঞ্জে ফ্রি ভেটেরিনারি সেবায় উন্নত পশুর জোগান নিশ্চিত

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:১১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে কৃত্রিম প্রজনন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।

শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি বাজারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই জনকল্যাণমূলক ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

এর লক্ষ্য ছিল স্থানীয় খামারি ও পশুপালকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

দিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় খামারিরা তাদের গরু, ছাগল ও অন্যান্য গবাদি পশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে নিয়ে আসেন। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা পশুর রোগ নির্ণয়, প্রয়োজনীয় টিকা প্রদান, কৃমিনাশক ওষুধ বিতরণ এবং জরুরি চিকিৎসা পরামর্শ দেন।

বিশেষ করে উন্নত জাতের গবাদি পশু উৎপাদনে সহায়তার জন্য আধুনিক কৃত্রিম প্রজনন সেবাও বিনামূল্যে দেওয়া হয়। এই সেবা পেয়ে খামারিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল হক মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মাহাবুবুল আলম এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম বলেন, ‘মাঠ পর্যায়ে আমাদের ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম পৌঁছে যাওয়াটা সেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে আমরা প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় নিশ্চিত করতে পেরেছি, যা দেশের প্রাণিসম্পদের উন্নয়ন ও নিরাপদ প্রোটিন বিপ্লব সাধনে অত্যন্ত সহায়ক হবে।’