নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৩২ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গণপদ্দী বাজারস্থ খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহের পাশাপাশি শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদান করা হয়।
এ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড। অনুষ্ঠান ও পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থাপনায় ছিলেন নূর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী এবং জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর সফল আত্মকর্মী পদকপ্রাপ্ত মো. নূরে আলম সিদ্দিক রুবেল।
খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্জ মালেকুজ্জামান (দ্বারা হাজী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এ বি এম আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় নূর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও খাবার পরিবেশনের পরে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের সৌজন্যে প্রদেয় টি-শার্ট, খাতা ও কলম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এবং নূর এগ্রো ফার্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় সুশীলজন ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
