আমরা দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম: টুকু

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমরা একটি দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। ভাতার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি। আজ বাচ্চা পোলাপানের কাছে সেই মুক্তিযুদ্ধের কোনো মূল্য নেই।”

শুক্রবার রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ বেচে হাসিনা ১৬ বছর অত্যাচার করেছে। মুক্তিযুদ্ধ যে আমাদের গৌরব, এবং মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের মানুষ নাগরিক হতে পারতো না। তরুণ প্রজন্মকে নতুন করে আবার মুক্তিযুদ্ধ বোঝাতে হবে।”

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা ১৯৭১-এ গণহত্যা করেছে। আজ তারা ধর্মের নামে মোনাফেকি করছে। তারা বলেছে, নামাজ পড়া ও রোজা রাখা যেমন ফরজ, তেমনি জামায়াতের নেতার নির্বাচন করাও ফরজ — এ কথা কত বড় মোনাফেকি।”

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাউল রাব্বি উথান, যুগ্ম-সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস প্রমুখ।

এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।