পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প, বিদেশি বিনিয়োগকারীদের পরিদর্শন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২০:৫১ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর জেগে ওঠা চরে এবার ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর বিল বামনী ও লালপুর মৌজায় প্রস্তাবিত এই সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ছিলেন তিনজন বিদেশি কর্মকর্তা—দুইজন কোরিয়ান এবং একজন অস্ট্রেলিয়ান। তারা হলেন এশিয়া গ্রুপের জেনারেল ম্যানেজমেন্ট প্রতিনিধি মোহাম্মদ রুশদী (অস্ট্রেলিয়া), সিন শিন গ্লোবাল লিমিটেডের প্রতিনিধি বাইয়ুঙশিয়ল সিন (কোরিয়া) এবং ডি.আই এশিয়া কোম্পানি লিমিটেডের প্রতিনিধি জংমিন ইয়ুন (কোরিয়া)।

পরিদর্শনকালে বিদেশি বিনিয়োগকারীরা প্রকল্পের সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও প্রযুক্তিগত দিকসমূহ পর্যালোচনা করেন এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন।

তারা জানান, সবকিছু অনুকূলে থাকলে অতি দ্রুতই ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।

উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদনের পথে এই প্রকল্প আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

শনিবার দুপুরে বিদেশি প্রতিনিধিরা হেলিকপ্টারযোগে আরমবাড়িয়া বাজার সংলগ্ন আশনা ফুটবল মাঠে পৌঁছান। পরে তারা ঈশ্বরদীর আরমবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী নদীর পাড় এবং জেগে ওঠা চর এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা পরিবেশগত দিকসহ খুঁটিনাটি বিষয় সরেজমিন পরিদর্শন করেন।