বরকত উল্লাহ বুলু
বেগম খালেদা জিয়া নিজের জীবনের চেয়ে দেশকে বেশি ভালোবাসতেন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনের চেয়ে দেশকে খুব বেশি ভালোবাসতেন, তাই কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বেগমগঞ্জ উপজেলার একটি কনভেনশন হল রুমে বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে আশুরোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতে অশ্রুসিক্ত চোখে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে ‘সমন্বয়ের রাজনীতির’ নতুন ধারা চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, বিএনপির জন্য একটি প্রতিষ্ঠান এবং স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াকু গণতন্ত্রী যোদ্ধা।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগের রোগী। শেখ হাসিনার সময়ে তাদের তৈরি মেডিকেল বোর্ড বারবার খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে সম্ভব নয় জানালেও সরকার তাকে বিদেশে চিকিৎসা করাতে দেয়নি। এর মধ্যে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দানের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে ২৩ বার দরখাস্ত করা হলেও তা বাতিল করে দেয় সরকার, যাতে দেশনেত্রী বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।
দেশের সংকটময় সময় দেশের প্রয়োজনে বেগম জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে সকলের কাছে দোয়া চান বিএনপির এই নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া গত ৪ বছরের মধ্যে প্রায় ৪৭৯ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ‘৩৬ জুলাই’ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুক্ত হন বেগম জিয়া এবং দেশ দানবীয় সরকারের হাত থেকে রক্ষা পায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম আহসান উলাহ, রুস্তম আলী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
