পীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা মদিনাতুম উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) পবিত্র জোহর নামাজের পর মাদ্রাসা ক্যাম্পাসের মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল সেবু মন্ডল, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছার রহমান আনিছ সহ দলীয় নেতা কর্মী ও মাদ্রাসাটির সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।
দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, খালেদা জিয়া শুধু দলের নন, সারা দেশের সকল পর্যায়ের মানুষের একজন শ্রদ্ধেয় নারী। দেশের এই ক্রান্তিকালে খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন। তার অসুস্থতায় বিএনপির দলীয় নেতাকর্মীসহ সারা দেশের মানুষ ব্যথিত। তাই সকলে তার জন্য দোয়া করছেন।
সেই সঙ্গে এ দোয়া অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণের জন্য তিনি মাদ্রাসাটির শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শেষে খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও প্রাকৃতিক দুর্যোগে থেকে দেশকে রক্ষার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাটির মোহতামিম মাওলানা রেজাউল করিম।
