সিরাজগঞ্জে নিখোঁজের পরদিন খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৯:১৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পরদিন খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই বৃদ্ধের নাম শহিদুল ইসলাম তালুকদার (৬৭)। তিনি উপজেলার বন্যাকান্দি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ওইদিন রাতভর পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। রোববার সকালে একই এলাকার দমদমা ব্রিজের পাশে খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।