খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২০:৪২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চন্ডিদাসগাতী আবেদা মাহমুদ হাফিজিয়া মাদ্রাসায় ও জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত ও দুরুদ শেষে মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, বিএনপি নেতা মতিয়ার আকন্দ, টুপা সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ঠান্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দোয়া মাহফিলে মাদ্রাসা ছাত্র-মুসুল্লি ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
