যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন— ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন একই এলাকার মুসলিমপাড়া গ্রামের মঞ্জুর রশিদ রানা (৪৮) ও আতিকুর রহমান (৪৫)।

এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বিশেষ করে রাতের অন্ধকারেই বেশি বালু উত্তোলন করে থাকে তারা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে ওই উপজেলার যমুনা নদীর ঢাকুরিয়া ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সব উপকরণ নদী এলাকা থেকে সরিয়ে নেওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ অভিযানে পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।