দিনাজপুরে আগাম জাতের আলুর বাম্পার ফলন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরে আগাম জাতের আলু তুলতে শুরু করেছে চাষীরা। আবহাওয়া ভালো থাকায় এবার কম উৎপাদন খরচে আলুর বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আগাম জাতের আলু চাষ করে লাভের মুখ দেখছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় ৪৭ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে। কৃষকরা এবার আগাম জাতের আলু লাগিয়েছিল। মাত্র ৫৫-৬০ দিন পরে খেত থেকে নতুন আলু তোলা শুরু হয়েছে। এবার আবহাওয়া ভালো থাকায় কীটনাশক স্প্রে করতে হয়নি। আলু বিক্রি করার জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না। পাইকাররা জমি থেকে আলু ৬৫ থেকে ৬৮ টাকা কেজিতে কিনে নিয়ে যাচ্ছে।
কৃষকরা বলেন, গত বছর আলুর দামটা কম ছিল, উৎপাদন খরচটা বেশি ছিল। এবার আলুর বাজার ভালো আবার ফলন ভালো হয়েছে, তাই এবার লাভ একটু বেশি হচ্ছে।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, কৃষকরা ফসলের মাঠ থেকে আগাম জাতের আলু উত্তোলন শুরু করেছে। আলু চাষিদের কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের আলুর ফলন তুলনামূলক কম হয়, তারপরেও এবার ফলন মোটামুটি ভালো হয়েছে। কৃষকরা বর্তমান বাজারে আলু দাম বেশ ভালো পাচ্ছে। এর পরের মৌসুমে আগাম জাতের আলু লাগানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আগে ধান কেটে জমি ফেলে রাখতেন কৃষকরা, এখন তারা ৩টি ফসল উৎপাদন করছেন। এবার আগাম জাতের আলু হেক্টর প্রতি ফলন হয়েছে ২০ মেট্রিক টন। বাজারে আলুর দাম ভালো থাকায় আগাম জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে।
