সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক অফিস ভাঙচুরের ঘটনায় সড়ক অবরোধ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা শহরের রেলগেট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করা হয়।
এ জনগুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করায় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা বলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানুর নেতৃত্বে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় ২৫/৩০ জনের একটি দল ওই অফিসে ঢুকে ভাঙচুর ঘটনা ঘটায় এবং অফিসের কয়েকজন কর্মচারীকে বেদম মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে এবং শ্রমিকেরা সড়ক জুড়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। এদিকে দুপুরে বিএনপির নেতৃবৃন্দ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, অফিস ভাঙচুরের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। বিএনপির নেতৃবৃন্দের সুষ্ঠু মীমাংসার আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
