সাটুরিয়ায় কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ধানকোড়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল রউফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানকোড়া গ্রামের রাকীব হোসেন (১৩) ও মাসুদ রানা (১৪) কবরস্থানের পাশে পেয়ারা গাছ থেকে পেয়ারা তোলার সময় দেখতে পান কবরগুলো খোঁড়া। এরপর তারা ভেতরে গিয়ে দেখেন আরও কয়েকটি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে ওই দুইজন বিষয়টি স্থানীয় মাদ্রাসার শিক্ষকদের জানালে শিক্ষক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন খোঁড়া কবরগুলোর ভেতরে কঙ্কাল নেই। যে পাঁচটি কঙ্কাল চুরি করা হয়েছে সেগুলোতে ৪ থেকে ৭ মাস আগেই মরদেহ দাফন করা হয়েছিল।
এদিকে ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থানের কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তারা।
সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুল বলেন, গত চার থেকে সাত মাসের মধ্যে যেসব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সাটুরিয়া থানার ওসি এ আর এম আল-মামুন জানান, কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
