সিরাজগঞ্জে পুরোদমে রোপা আমন ধান কাটা শুরু

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:২৫ | অনলাইন সংস্করণ

  এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে রোপা আমন ধান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে। জেলার বিভিন্ন হাট-বাজারে এ নতুন ধান উঠছে। এ ধানের মুড়ি পিঠা তৈরির ধুম পড়েছে গ্রামাঞ্চলে। বাজারে দাম ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে এবার ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে কৃষকেরা। এ জেলার শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলাসহ সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে নানা জাতের রোপা আমন ধানের চারা যথাসময়ে জমিতে রোপণ করা হয়েছে। এ চাষাবাদে কৃষকদের নানারকম সহযোগিতা ও পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে ব্রি ধান ৯০, ৭১, ৭৫, ৪৯, ১০৩ জাতের ধানের চারা।

এ চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকরাও বেশি রোপণ করেছেন। মাঠে মাঠে এখন পাকা ধানের দৃশ্য চোখে পড়ার মতো। বর্তমানে হাট-বাজারে সাড়ে ১২’শ টাকা থেকে ১৪’শ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের চিকন-মোটা ধান। তবে ব্রি ধান ৯০ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ২১’শ টাকায়।

স্থানীয় কৃষকরা বলছেন, এবার জমিতে ধানের চারা রোপণের আগে-পরে দফায় দফায় বর্ষণ হওয়ায় খরচ কম হয়েছে। গত বছরের চেয়ে এবার ধান চাষাবাদে ফলন বেশি হয়েছে। এ জেলার বিভিন্ন স্থানে পুরোদমে ধান কাটাও শুরু হয়েছে। মাঠে ও গ্রামের বাড়িতেও এ কাটা ধান মাড়াই ঘিরে রয়েছে অন্যরকম আনন্দ। ইতোমধ্যেই প্রায় ৬০% ধান কাটা শেষ হয়েছে। এজন্য শ্রমিকের দামও এখন কিছুটা বেশি হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, প্রতি বছরের ন্যায় এবারো ধান কাটার শুরু থেকেই গ্রামাঞ্চলে আনন্দ উৎসব শুরু হয়েছে। এ নতুন ধানের মুড়ি, চিড়া ও নানান রকম পিঠা তৈরির ধুম পড়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এবার রোপা আমন চাষাবাদ কিছুটা বেশি হয়েছে। ইতোমধ্যেই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এ মাসের শেষের দিকে ধান কাটা শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।