নিয়োগবিধি বাস্তবায়নে নওগাঁয় পরিবারকল্যাণ কর্মীদের টানা কর্মবিরতি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবারকল্যাণ কর্মীরা।

বুধবার সকাল ৯টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতি পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েন।

এসময় নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে সদর উপজেলার ১২টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবারকল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।

পরিবারকল্যাণ কর্মীরা বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ সেবা তারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন। অথচ মাঠ পর্যায়ের কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি থেকে বঞ্চিত। এর ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত নানা সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। এটি অযৌক্তিক কোনো দাবি নয়—এটি তাদের মৌলিক দাবি।

তাই প্রস্তাবিত নিয়োগবিধি–২০২৪ দ্রুত বাস্তবায়ন না হলে তারা ধারাবাহিক আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

তিলকপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান বলেন, “সকাল ৯টা থেকে আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। আগেও আমরা মানববন্ধনসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু তারপরও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটি কোনো অযৌক্তিক দাবি নয়—এটি আমাদের মৌলিক দাবি। নিয়োগবিধি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”