চবিতে চাকসুর উদ্যোগে ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস’ অনুষ্ঠিত

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

United Nations Development Programme (UNDP)-এর FutureNation প্রকল্প ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যৌথ উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় Employability Masterclass। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার-পরিকল্পনা ও পেশাগত জীবনের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

গ্রামীণফোন লিমিটেডের General Manager (Technology Strategy & Transformation) ফারাহ তানজিম মাস্টারক্লাসের মূল সেশন পরিচালনা করেন। তিনি আধুনিক কর্মবাজার, চাকরির প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, প্রযুক্তি খাতের সুযোগ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রশ্নোত্তর সেশনে শিক্ষার্থীরা ক্যারিয়ারসংক্রান্ত নানা প্রশ্ন উপস্থাপন করেন এবং তিনি সেগুলোর বাস্তবভিত্তিক উত্তর প্রদান করেন। শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান।

ইউএনডিপি ও ফিউচার ন্যাশনের পক্ষ থেকে মো. কবির হোসেন ও সাজ্জাদ হোসাইন শিক্ষার্থীদের বিভিন্ন কাজের সুযোগ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং বিষয়ে একটি বিশেষ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে অনলাইন ওয়ার্ক মার্কেটপ্লেস ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কার্যকর প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়া উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং আদনান শরীফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান এবং ফিউচার ন্যাশনের স্বেচ্ছাসেবক সুমাইয়া জামান।