খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি: বরকত উল্লাহ বুলু
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

বেগম খালেদা জিয়া বিরোধী কিংবা কোনো সরকারের সাথে না থেকেও রাষ্ট্রীয়ভাবে ড. ইউনুসের সরকার তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাঁর (খালেদা জিয়া) সাথে কারো তুলনা হয় না। এ জন্য তিনি অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস ও তাঁর উপদেষ্টাদের ধন্যবাদ জানান।
একই সঙ্গে তিনি কায়মনোবাক্যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়ে এসব মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু।
তিনি এ সময় আরও বলেন, বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি ছিলেন অত্যন্ত উদার মনের একজন মহীয়সী নারী। যার প্রমাণ—৫ আগস্টের পর আল্লামা শায়খুল হাদীসের ছেলে মামুনুল হকের সাথে তার ৪০ মিনিটের সাক্ষাৎ।
এত নির্যাতন-জেল-জুলুম সয়েও খালেদা জিয়া শেখ হাসিনার নাম একবারও উল্লেখ করেননি। শুধু দেশ, জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছিলেন।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ফাজিল মাদরাসা মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপি, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে ধানের শীষের সমর্থনে কর্মীসভা ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, আহছানউল্লাহ, রুস্তম আলীসহ দলের অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
